সংক্ষিপ্ত বিবরন : দ্বিতীয়বার নদীর সঙ্গে দেখা হয়েছিল বাংলা একাডেমিতে। কবির রুমে। সেদিনও গল্প-গুজবের ফাঁকে ফাঁকে নদী এমন চোখে তাকাচ্ছিল চন্দনের দিকে, চন্দনের বুকের ভেতরটা কেঁপে কেঁপে উঠেছিল। চন্দন খুব একটা কথাটথা বলতে পারেনি। চলে যাওয়ার আগে নদী সরল গলায় বলেছিল, ‘আপনি খুব কম কথা বলেন।’ তারপরের বার নদীর সঙ্গে দেখা হল ইউনিভার্সিটির কিছু ছাত্র-ছাত্রীকে নিয়ে একটি কভার স্টোরি লিখতে হয়েছিল চন্দনকে, সে সময়। কাজের এক ফাঁকে চোখ তুলে সামনে কলাভবনে চলে যাওয়া রাস্তার দিকে তাকিয়েছে চন্দন। দেখতে পেল আকাশি রঙের শাড়ি পরে বুকের কাছে বইখাতা ধরা নদী সিনেমার নায়িকার মতো ধীরে হেঁটে আসছে, তা দেখে কাজের কথা ভুলে গেল চন্দন। নদীর দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনে হল, দৃশ্যটা সত্য নয়। চন্দন আসলে একটি স্বপ্ন দেখছে।