সংক্ষিপ্ত বিবরন : জন্মান্ধ চোখে আমরা শুধু মানুষের জন্ম পরিচয়ের মাধ্যমে তার ভালো মন্দের হিসাব কষি। চিহ্নিত করি অনির্ধারিত অনির্বাচিত পরিচয়ের ছাঁচে। আমাদের স্বেচ্ছা নিস্পৃহতার সুযোগে প্রতিনিয়ত এই তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। বিমূর্ত যাতনা উপন্যাসটি এমন প্রেক্ষাপটকে নিয়েই রচিত। সামাজিক আইনকানুন, ধর্মীয় পরিচয়, দেশীয় ঐতিহ্য আর মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে গল্প কখনও চলে গিয়েছে অনেকদূরের পথে আবার তা পরক্ষণেই ফিরে এসেছে পুরানো স্মৃতির শহরে নতুন পথের সন্ধান নিয়ে। মুহুর্তকে মানবিক চিন্তার সুতোয় আবদ্ধ করে এক অনন্য মালা গাঁথতে চেয়েছেন লেখিকা। তিনি কতটা স্বার্থক হয়েছেন তা তার পাঠকই বলতে পারবেন।