ভাই গিরীশ চন্দ্র সেন
— মৃত্যু : 15th August 1910
লেখকের মোট বই 113 টি
বায়োগ্রাফি: জন্ম নারায়ণগঞ্জের পাঁচদোনা গ্রামে। পেশাগত জীবনের প্রথম পর্যায়ে তিনি ময়মনসিংহের ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাচারিতে নকলনবিশ হিসেবে কর্মরত ছিলেন। পরে স্বল্প সময়ের জন্য ময়মনসিংহ জেলা স্কুলে শিক্ষকতা করে সাংবাদিকতা ও সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করেন। প্রথম দিকে তিনি ‘ঢাকা প্রকাশ’-এ কাজ করেন। পরে তিনি ‘সুলভ সমাচার’ ও ‘বঙ্গবন্ধু’ পত্রিকার সহযোগী সম্পাদক এবং মাসিক মহিলা (১৩০২) পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একাধারে ধর্মবেত্তা ও অনুবাদক ছিলেন। তিনিই প্রথম বাংলা ভাষায় কুরআন শরীফের সার্থক ও পূর্ণাঙ্গ অনুবাদ করে মুসলমানদের থেকে ‘ভাই’ উপাধি গ্রহণ করেন। ১৮৭৬ সালে আরবি শিক্ষার জন্য গিরিশ চন্দ্র লক্ষ্মৌ যান। আরবি ব্যাকরণ ও দিওয়ান-ই-হাফিজের পাঠ গ্রহণ করেন। লক্ষ্মৌ থেকে কলকাতায় ফিরে একজন মৌলবীর কাছে এ বিষয়ে আরও কিছু শিক্ষা গ্রহণ করেন। এরপর ঢাকায় নলগোলায় মৌলবী আলিমউদ্দিন সাহেবের কাছে আরবি ও সাহিত্যের পাঠ গ্রহণ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো- তাপসমালা, ইমাম হাসান ও হোসাইন, তত্ত্ব কুসুম , তত্ত্বরত্নমালা, তত্ত্ব সন্দর্ভমালা, সতীচরিত্র।