অন্তরে
লেখক : ইমদাদুল হক মিলন
বিষয় : উপন্যাস
মূল্য : প্রিমিয়াম
4/5
সংক্ষিপ্ত বিবরন : অপলক চোখে সুমির দিকে তাকিয়ে রইল জয়। একি সত্যি সুমি? নাকি সে স্বপ্ন দেখছে? সুমিও তাকিয়ে ছিল জয়ের দিকে। জয়ের চোখে পলক পড়ছে না দেখে মিষ্টি হেসে, স্নিগ্ধ গলায় বলল, ‘কী দেখছ?’ সঙ্গে সঙ্গে চোখে পলক পড়ল জয়ের। মুগ্ধ গলায় সে বলল, ‘আমার বিশ্বাস হচ্ছে না।’ ‘কী বিশ্বাস হচ্ছে না?’ ‘এই তুমি কি সত্যি সেই তুমি?’ ‘হ্যাঁ, এই আমিই সেই আমি।’ ‘মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি।’ জয়ের দিকে ডান হাতটা বাড়িয়ে দিয়ে সুমি বলল, ‘ছুঁয়ে দেখ।’
সংক্ষিপ্ত বিবরন : অপলক চোখে সুমির দিকে তাকিয়ে রইল জয়। একি সত্যি সুমি? নাকি সে স্বপ্ন দেখছে? সুমিও তাকিয়ে ছিল জয়ের দিকে। জয়ের চোখে পলক পড়ছে না দেখে মিষ্টি হেসে, স্নিগ্ধ গলায় বলল, ‘কী দেখছ?’ সঙ্গে সঙ্গে চোখে পলক পড়ল জয়ের। মুগ্ধ গলায় সে বলল, ‘আমার বিশ্বাস হচ্ছে না।’ ‘কী বিশ্বাস হচ্ছে না?’ ‘এই তুমি কি সত্যি সেই তুমি?’ ‘হ্যাঁ, এই আমিই সেই আমি।’ ‘মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি।’ জয়ের দিকে ডান হাতটা বাড়িয়ে দিয়ে সুমি বলল, ‘ছুঁয়ে দেখ।’