ও আমার চাঁদের আলো
লেখক : ইমদাদুল হক মিলন
বিষয় : উপন্যাস
মূল্য : প্রিমিয়াম
রেটিং :
4/5
সংক্ষিপ্ত বিবরন : মনজু লুবনাকে বলল, ‘তুমি তো সত্যি খুব সুন্দর। তোমার মতো সুন্দর মেয়ে আমি জীবনে দেখিনি। কাল যখন তুমি আমাদের ওই ভাঙাচোরা বাসাটায় এলে, আমাদের অন্ধকারাচ্ছন্ন বাসাটা কেমন আলোকিত হয়ে গেল। তুমি যতক্ষণ ছিলে আমার শুধু মনে হচ্ছিল দিনের বেলাও যেন চাঁদের আলো এসে ঢুকেছে আমাদের ওই হতদরিদ্র বাসায়।’ মনজুর কথা শুনে মুগ্ধ হলো লুবনা, অপলক চোখে তাকিয়ে রইল মনজুর মুখের দিকে।
সংক্ষিপ্ত বিবরন : মনজু লুবনাকে বলল, ‘তুমি তো সত্যি খুব সুন্দর। তোমার মতো সুন্দর মেয়ে আমি জীবনে দেখিনি। কাল যখন তুমি আমাদের ওই ভাঙাচোরা বাসাটায় এলে, আমাদের অন্ধকারাচ্ছন্ন বাসাটা কেমন আলোকিত হয়ে গেল। তুমি যতক্ষণ ছিলে আমার শুধু মনে হচ্ছিল দিনের বেলাও যেন চাঁদের আলো এসে ঢুকেছে আমাদের ওই হতদরিদ্র বাসায়।’ মনজুর কথা শুনে মুগ্ধ হলো লুবনা, অপলক চোখে তাকিয়ে রইল মনজুর মুখের দিকে।