টুলটুলি
লেখক : ইমদাদুল হক মিলন
বিষয় : গল্প
মূল্য : প্রিমিয়াম
4/5
সংক্ষিপ্ত বিবরন : টুলটুলির কাছে ব্যাপারটার যত সহজ, আমার কাছে ততটা নয়। টুলটুলির সঙ্গে আমার প্রেম বছর খানেকের। এই এক বছরে আমাদের ব্যাপারটা ওর বাসার সবাই জেনে গেছে। টুলটুলিই ইচ্ছে করে জানিয়েছে। পরে যাতে কোনও রকমের প্রবলেম অ্যারাইজ না করে। কিন্তু আমি কাউকে জানাতে পারিনি। আমার বাবা ভীষণ বদমেজাজী। আমি এমনিতেই একটু ভীতু প্রকৃতির। আর একটা ব্যাপার আছে। ইমিডিয়েট বড় ভাইটির এখনও বিয়ে হয়নি। বছরখানেক হলো ইঞ্জিনিয়ারিং পাস করে বেরিয়েছে। একটা চাকরিও জুটিয়েছে মাস ছয়েক। বাবা বোধহয় ওর বিয়ের কথা ভাবছেন। এ সময় আমার এইসব ব্যাপার শুনলে নির্ঘাত গেটআউট করে দেবেন।
সংক্ষিপ্ত বিবরন : টুলটুলির কাছে ব্যাপারটার যত সহজ, আমার কাছে ততটা নয়। টুলটুলির সঙ্গে আমার প্রেম বছর খানেকের। এই এক বছরে আমাদের ব্যাপারটা ওর বাসার সবাই জেনে গেছে। টুলটুলিই ইচ্ছে করে জানিয়েছে। পরে যাতে কোনও রকমের প্রবলেম অ্যারাইজ না করে। কিন্তু আমি কাউকে জানাতে পারিনি। আমার বাবা ভীষণ বদমেজাজী। আমি এমনিতেই একটু ভীতু প্রকৃতির। আর একটা ব্যাপার আছে। ইমিডিয়েট বড় ভাইটির এখনও বিয়ে হয়নি। বছরখানেক হলো ইঞ্জিনিয়ারিং পাস করে বেরিয়েছে। একটা চাকরিও জুটিয়েছে মাস ছয়েক। বাবা বোধহয় ওর বিয়ের কথা ভাবছেন। এ সময় আমার এইসব ব্যাপার শুনলে নির্ঘাত গেটআউট করে দেবেন।