ইমদাদুল হক মিলন

কতদিন দেখিনি তোমায়

ইমদাদুল হক মিলন

বিষয় : উপন্যাস

মূল্য : প্রিমিয়াম

4/5

সংক্ষিপ্ত বিবরন : মামুন বললেন, ‘আপনি কে?’ শামা মন্ত্রমুগ্ধের মতো বলল, ‘শামা।’ নামটি শুনে আপাদমস্তক কেঁপে উঠলেন মামুন। নিজের অজান্তে উঠে দাঁড়ালেন। কোন ফাঁকে চশমাটা খুললেন চোখ থেকে, বুঝতে পারলেন না। খুলে শামার মতো করে শামার নামটি উচ্চারণ করলেন তিনি। শামা। নামটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে চোখ দুটো ছলছল করে উঠল তার। জলে ভরে এলো। শামার মুখের দিকে তাকিয়ে দূর উদাস গলায় তিনি বললেন, ‘আমি যখন এ বাড়ি ছেড়ে যাই, এ সংসার ছেড়ে যাই তখন যে ছোট্ট, দু’ আড়াই বছরের মানুষটির জন্য সবচাইতে বেশি কষ্ট পেয়েছিলাম, যে মানুষটির জন্য গভীর কষ্টে আমার বুক ভেঙে গিয়েছিল, এই এতগুলো বছর ধরে যে ছোট্ট মানুষটি এখনও আমার বুক জুড়ে, চোখ খুলে, চোখ বুজে, স্বপ্নে জাগরনে এখনও যে মানুষটির মুখ আমি প্রায় সারাক্ষণই দেখতে পাই, তার নাম শামা।’ কথাগুলো এমন করে বললেন মামুন, শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল শামার। হু হু করে উঠল। নিজের অজান্তে জলে চোখ ভরে এলো তার। শামা কোনও কথা বলতে পারল না।..........

এই লেখকের আরও বই

এ রকম আরও বই