সংক্ষিপ্ত বিবরন : রাত পৌনে এগারটার দিকে এয়ারপোর্টের চেয়ারে ঘুমিয়ে থাকা মজনু আয়েশ করে একবার পাশ ফিরতে গেল। গিয়েই লেছড়ে পড়ল মেঝেতে। পাশ্চাত্যদেশে গদাম করে একটা শব্দও হল। বোধহয় সেই শব্দেই ঘুমটা তার ভাঙল। কিন্তু তার যা স্বভাব, ঘুম ভাঙার পর সহজে বুঝতেই পারল না কোথায় আছে সে, কী বৃত্তান্ত। মরা বোয়াল মাছের চোখের মতো চোখ করে এদিক ওদিক তাকাতে লাগল এবং এক সময় এয়ারপোর্টের যাবতীয় স্মৃতি ফিরে পেল। স্মৃতি ফিরে পাওয়ার পর প্রথমেই পাশের চেয়ারটার দিকে তাকাল সে। কিন্তু বদরুল নেই। বদরুলের চেয়ারে ক্রনিক আমাশয় রোগীর মতো পাংশুটে মুখের একটা লোক বসে আছে। তারপর অ্যারাইভ্যাল লাউঞ্জের এদিক ওদিক তাকাতে লাগল মজনু। এলাকাটি বেশ ফাঁকা। মজনু খুবই দিশেহারা হল। বদরুল ভাই কোথায় গেল? ক’টা বাজে?