বানকুড়ালি
লেখক : ইমদাদুল হক মিলন
বিষয় : গল্প
মূল্য : প্রিমিয়াম
4/5
সংক্ষিপ্ত বিবরন : এক সময় আকাল দেখে কি কাঁচা নাড়ার ওপর দিয়ে ছুৎ ছুৎ করে ছুটাছুটি করছে একটা দুটো ধেনো ইঁদুর। কোত্থেকে হঠাৎ উদয় হয়, তারপর আবার মুহূর্তেই হাওয়া হয়ে যায়। ব্যাপারটা দু’একবার খেয়াল করেই চমকে ওঠে। কাছে কোথাও নিশ্চয় আছে ধেনো ইঁদুরের গর্ত। এই সব গর্তে অসময়ের জন্য ছড়া ধান কেটে নিয়ে রাখে ইঁদুরেরা। আধমণ একমণ পর্যন্ত ধানও নাকি এইসব গর্ত থেকে উদ্ধার করে গ্রামের নিরন্ন মানুষ। আহা আকালও যদি আজ ওরকম একটা ধানে ভরা গর্ত পেয়ে যায়, আধমণ একমণ ধান পেয়ে যায়।
সংক্ষিপ্ত বিবরন : এক সময় আকাল দেখে কি কাঁচা নাড়ার ওপর দিয়ে ছুৎ ছুৎ করে ছুটাছুটি করছে একটা দুটো ধেনো ইঁদুর। কোত্থেকে হঠাৎ উদয় হয়, তারপর আবার মুহূর্তেই হাওয়া হয়ে যায়। ব্যাপারটা দু’একবার খেয়াল করেই চমকে ওঠে। কাছে কোথাও নিশ্চয় আছে ধেনো ইঁদুরের গর্ত। এই সব গর্তে অসময়ের জন্য ছড়া ধান কেটে নিয়ে রাখে ইঁদুরেরা। আধমণ একমণ পর্যন্ত ধানও নাকি এইসব গর্ত থেকে উদ্ধার করে গ্রামের নিরন্ন মানুষ। আহা আকালও যদি আজ ওরকম একটা ধানে ভরা গর্ত পেয়ে যায়, আধমণ একমণ ধান পেয়ে যায়।