বদ্যিবুড়োর জীবনকথা
লেখক : ইমদাদুল হক মিলন
বিষয় : গল্প
মূল্য : প্রিমিয়াম
4/5
সংক্ষিপ্ত বিবরন : বেডা আছিল একখান বদ্যি। ওঝা মানুষ। গাইগরুর চিকিৎসা করত। দশ গেরামে বদ্যির নামডাক আছিল। মইরা যায় যায় এমন গাইগারুও খাড়া কইরা হালাইছে বদ্যি। কাজটা বদ্যি শিখেছিল ধাইদার কাদের খাঁর কাছে। ভূতপেত্নির আছর ছাড়াতে জানত, বান জানত বায়ান্ন জোড়া, ফিরানী জানত। টোনা সেরও জানত! পুরো একমাস কাদের খাঁর বাড়ি থেকে, গাইগরুর চিকিৎসাটা শিখেই বাড়ি ফিরল। কাদের খাঁ আবার সাবধান করেছিল বদ্যিকে। সাবধানে পথ চলিস বদ্যি। শকুনের মুখের আহার কেড়ে নিবি। ফাঁক পেলে শকুনে তোকে খাবেই। কথাটা পালন করেছিল বদ্যি। কিন্তু মানুষ তো। কতটা আর সাবধান হতে পারে? একবার বিপাকে পড়েছিল।
সংক্ষিপ্ত বিবরন : বেডা আছিল একখান বদ্যি। ওঝা মানুষ। গাইগরুর চিকিৎসা করত। দশ গেরামে বদ্যির নামডাক আছিল। মইরা যায় যায় এমন গাইগারুও খাড়া কইরা হালাইছে বদ্যি। কাজটা বদ্যি শিখেছিল ধাইদার কাদের খাঁর কাছে। ভূতপেত্নির আছর ছাড়াতে জানত, বান জানত বায়ান্ন জোড়া, ফিরানী জানত। টোনা সেরও জানত! পুরো একমাস কাদের খাঁর বাড়ি থেকে, গাইগরুর চিকিৎসাটা শিখেই বাড়ি ফিরল। কাদের খাঁ আবার সাবধান করেছিল বদ্যিকে। সাবধানে পথ চলিস বদ্যি। শকুনের মুখের আহার কেড়ে নিবি। ফাঁক পেলে শকুনে তোকে খাবেই। কথাটা পালন করেছিল বদ্যি। কিন্তু মানুষ তো। কতটা আর সাবধান হতে পারে? একবার বিপাকে পড়েছিল।