সংক্ষিপ্ত বিবরন : পূর্ণিমার রাত। প্রায় দিনের আলোর মতোই। চারদিকে ফকফকে পরিষ্কার। তাঁবুর দরজা খুলে বাইরে এসেছি। ভেবেছিলাম বাইরে হয়তো পাহারাদার থাকবে। কিন্তু সেরকম কাউকে চোখে পড়ল না। অবশ্য ছোটকাকু আর শরীফ সিঙ্গাপুরীকেও চোখে পড়ল না। একটু ভয় ভয় লাগছে। তারপরও সামনের দিকে এগিয়ে গেলাম। কিছুই চিনি না। পায় দৌড়ে উল্টোদিকের তাঁবুর কাছে গেলাম। ভাববার চেষ্টা করলাম, প্রথম যে বিল্ডিংটায় গিয়েছিলাম সেটা কোথায়? এখানে তো সব তাবু। পুরোটা একটা গোল জায়গার ভেতরে। আমরা যে জায়গায় প্রথমে এসে নেমেছিলাম, সেখান থেকে বিচ্ছিন্ন কোনো জায়গায় কি আমরা নেমেছি? আবার আরেকটা তাবুর কাছে গেলাম। ঠিক যা ভেবেছিলাম তাই। দূরে সাদা বাড়িটা চোখে পড়েছে। আমরা পাহাড়ের ওপর একটা সমতল উপত্যাকায় দাঁড়িয়ে আছি। কিন্তু এখানে এলাম কি করে?