সংক্ষিপ্ত বিবরন : মধুমিতা চক্রবর্ত্তী মুক্তিযু্দ্ধকে জীবনের শ্রেষ্ঠ অধ্যায় বলে মনে করেন। কিশোর বয়সে দেখেছেন মুক্তিযুদ্ধ। নিজের কিশোর বয়সী সন্তানদের কাছে সেই সময়কার ছোটখাটো অভিজ্ঞতার কথা বয়ান করতে করতে হারিয়ে যান একাত্তরে। দৃশ্যপটে জেগে উঠে দুর্মূল্য সব স্মৃতি। সেই সব স্মৃতিকণাকে একত্র করে তিনি রচনা করেন সম্পূর্ণ কিশোর উপযোগী ‘নীরার নয় মাস’ নামক এই গ্রন্থ।