সংক্ষিপ্ত বিবরন : রাস্তার পাশে মাইলপোস্ট দেখে বুঝলাম ময়মনসিংহ খুব বেশি দূরে নয়। সামনের ড্রাইভিং সিটে বসে আবার মাইক ক্যারাভান চালাচ্ছে। ক্যারাভানে ফেরার পথে মাইক বলল, সে একটুও ভয় পায়নি। পশ্চিম আফ্রিকার জমজমাইয়া নামের একটা জায়গায় ও একবার আফ্রিকান জংলিদের কবলে পড়েছিল। সে তুলনায় এটা কোনো ব্যাপারই না। ক্যারাভানের পেছনে আবার সবাই নানাভাবে বসে আছে। এ্যানি এক কোণার সিটে। ওর নতুন বন্ধু ময়নাটার সঙ্গে নানা রকম কথা বলার চেষ্টা করছে। কিন্তু ময়নাটা ঘুরে ফিরে ঐ একটা কথাই বলছে, এ্যানি, এ্যানি। আমি এ্যানির দিকে তাকিয়ে ভাবলাম, এই মেয়েটি যেন আরামে ময়মনসিংহ পৌঁছাতে পারে সে-জন্যে তার বাবা আমেরিকা থেকে এই ক্যারাভানে পাঠিয়েছেন। ক্যারাভানে সব রকম আরাম-আয়েশের ব্যবস্থা রেখেছে। অথচ গত কয়েক ঘণ্টায় কী ঝড়টাই-না হয়ে গেল মেয়েটির ওপর দিয়ে। ছোটকাকুর দিকে তাকিয়ে দেখলাম, ছোটকাকুর আবার মনোযোগ ময়মনসিংহের মুক্তিযুদ্ধ বইটায়। হঠাৎ করেই একটা কথা মনে হলো- ছোটকাকুর শুধু বন্ধুর মেয়ে, এই জন্যেই কি ময়মনসিংহে যাওয়া!