রোমেনা  আফাজ

পাতালপুরীতে দস্যু বনহুর

রোমেনা আফাজ

বিষয় : উপন্যাস

মূল্য : প্রিমিয়াম

4/5

সংক্ষিপ্ত বিবরন : হঠাৎ বনহুর একটা শব্দ শুনতে পেলো চিঁহি চিঁহি— চমকে ফিরে তাকালো বনহুর। বিস্ময়ে আড়ষ্ট হয়ে গেলো সে। নিচে পর্বতের গা বেয়ে উপড়ে উঠে আসছে সেকি ভীষণ বিকট চেহারার এটি কালো জন্তু! মুখটা ঠিক কুমীরের মতো মস্ত মস্ত সাদা দাঁতগুলো সূর্যের আলোতে ঝকঝক করছে। চোখ দুটো জন্তুটার দেহের তুলনায় খুব বড় নয়, তবু একটা ফুটবলের চেয়েও কম নয়। আগুনের গোলার মতো জ্বলছে চোখ দুটো। দেহের আকৃতি ঠিক কুমীরের দেহের মতই কতকটা। জন্তুটা থপথপ করে লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছে। মস্তবড় একটা মোটা লেজ গড়িয়ে গড়িয়ে আসছে জন্তুটার পিছনে পিছনে। বনহুর মুহূর্তে রিভলভার খুলে নিলো হাতে। জন্তুটা তাকে দেখতে পেয়েছে নিশ্চয়ই। দ্রুত বেগে এগিয়ে আসছে। বনহুর বড় একটা পাথরের আড়ালে আত্মগোপন করে রিভলবার ঠিক রাখলো।

এই লেখকের আরও বই

এ রকম আরও বই