সংক্ষিপ্ত বিবরন : অবনীন্দ্রনাথ ঠাকুর একজন খ্যাতিমান ভারতীয় চিত্রশিল্পী, নন্দনতাত্ত্বিক এবং লেখক। তিনি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের প্রপৌত্র এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় ভ্রাতা গিরীন্দ্রনাথ ঠাকুরের পৌত্র ও গুণেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র। গল্প কবিতা চিঠিপত্র শিল্প আলোচনা যাত্রাপালা পুথি স্মৃতিকথা সব মিলিয়ে প্রকাশিত রচনা সংখ্যা প্রায় তিনশ সত্তরটি। পিত্রব্য রবীন্দ্রনাথ ঠাকুরের অণুপ্রেরণায় লেখালেখির সূত্রপাত। কবিগুরু ‘বাল্য গ্রন্থাবলী’র কর্মসুচী শুরুর প্রাক্কালে বলেছিলেন, ছোটদের পড়বার মত বই বাংলাভাষায় বিশেষ নেই। এ অভাব আমাদের ঘোচাতে হবে। তুমি লেখ। তার রচিত খাতাঞ্চির খাতা বইট মূলত একটি কল্পকাহিনী। একাধিক কাহিনীর মত অবনীন্দ্রনাথের এই কাহিনীতেও বাংলা ছড়ার গদ্যস্বয় লক্ষণীয়। ‘খাতাঞ্চির খতা’ কাহিনীতে উড়ে যাত্রা’ শীর্ষক দুই পরিচ্ছেদব্যপী সেই যাত্রাপালার প্রথম বিশদ বর্ণনা দেখা গেল ; এর দশবছর পবে অবনীন্দ্রনাথ প্রথম যাত্রপালা রচনা করেন, “এসপার ওসপার পালা’ ( ১৩৩৭ )। ‘খাতাঞ্চির খাতা’ পরবর্তীকালে অবনীন্দ্রনাথের কিশোর সঞ্চয়ন’ গ্রন্থভুক্ত হয়ে প্রকাশিত হয় (এপ্রিল ১৯৬০)।