সংক্ষিপ্ত বিবরন : ভুটান যেন এক রহস্যঘেরা হিমালয়ের পাদদেশের ছোট্ট, সুন্দর, শান্ত দেশ। এর আরেক নাম হচ্ছে দ্রুক ইয়ল। যার মানে হচ্ছে ভয়ঙ্কর ড্রাগনের দেশ। বাইরের পৃথিবীর অসম্ভব কৌতূহল রয়েছে এই দেশটির প্রতি। মনে হয় রহস্যের কুয়াশা ঢেকে রেখেছে এই পার্বত্য দেশটিকে। যাত্রাপথের দুর্গমতা দেশটিকে পরিণত করেছে এক বিচ্ছিন্ন জনপদে। পৌরাণিক, অতিপ্রাকৃত প্রাণী ড্রাগন নিয়ে ভুটানে প্রচলিত রয়েছে বিভিন্ন কিংবদন্তি আর গল্পগাথা। ড্রাগনকে মনে করা হয় পানি, বাতাস এবং প্রকৃতির উর্বরা শক্তির প্রতীক হিসেবে। এমনধারা বিশ্বাস প্রচলিত যে, জল-স্থল-অন্তরীক্ষে ড্রাগনদের মধ্যে যখন সংঘর্ষ বাঁধে তখনই পানি ফুলে ফেঁপে বন্যার সৃষ্টি হয়। তাদের পায়ের চাপে মাটি যখন কেঁপে ওঠে তখন হয় ভূমিকম্প। আর আকাশে যখন যুদ্ধ চলে তখন তাদের সেই হুঙ্কারই শোনা যায় বজ্রপাতের গর্জন রূপে।