মামুনুর রশীদ

লেবেদেফ

মামুনুর রশীদ

বিষয় : নাটক

মূল্য : প্রিমিয়াম

4/5

সংক্ষিপ্ত বিবরন : ঐতিহাসিক সময় ও কিছু ঘটনাকে কেন্দ্র করে লেবেদেফ নাটকটি রচনা করেছেন মামুনর রশীদ। প্রথম বাংলা নাটকের রচয়িতা ও পরিচালক গেরাসিম স্তেপানোভিচ লেবেদেফ কলকাতায় ‘দ্য বেঙ্গলি থিয়েটার’ নামে একটি থিয়েটার গড়ে তোলেন। ২৫ নম্বর ডোমটোলাতে একটি বাড়িতে গড়ে উঠে এই থিয়েটার। দ্য ডিজগুয়িজ (The disguise) এর অনুবাদে প্রথম অনুদিত বাংলা নাটকটির নাম ‘সংবদল’। এটি ১৭৯৫ সালের ২৭ শে নভেম্বর প্রথম প্রদর্শিত হয়। কলকাতায় থাকাকালীন তিনি পণ্ডিত গোলক নাথ দাসের নিকট এদেশের ভাষা ও সংস্কৃতি সম্বন্ধে শিক্ষা লাভ করেন, বিশেষত বাংলা ও সংস্কৃত ভাষা ও ভারতচন্দ্র রায়ের কাব্যের সংস্পর্শে আসেন। এদেশে আসার আগেই অবশ্য তিনি কালিদাসের রচনার সাথে পরিচিত ছিলেন। তিনিই প্রথম বাংলার ব্যাকরণ নিয়ে প্রথম চিন্তাভাবনা করেন বলে ধারণা করা হয়ে থাকে। তার জীবনী নিয়েই মামুনুর রশীদ লেবেদেফ নামের নাটকটি রচনা করেছেন। নাটকটির পটভুমিতে ফুটে উঠেছে সেসময়ের সমাজের চিত্র। ইংরেজ উপনিবেশবাদ প্রতিষ্ঠার লগ্নে কেমন ছিল ভারতীয় আর্থ-সামাজিক-রাজনৈতিক চিন্তা চেতনা তা বেশ সুচারুভাবে তুলে ধরা হয়েছে। এছাড়া নাটকটির সবচেয়ে বড়দিক হলো ভারতবর্ষের প্রতি ইংরেজদের মনো

এই লেখকের আরও বই

এ রকম আরও বই