সংক্ষিপ্ত বিবরন : পঞ্চান্ন থেকে একাত্তর সালের প্রেক্ষাপটে রচিত ‘স্বপ্নের সওদাগর’ এক অনবদ্য উপন্যাস। এই উপন্যাসে উঠে এসেছে ওই সময়কালের জীবনযাত্রা, পূর্ব পাকিস্তানি জনগণের প্রতি পশ্চিম পাকিস্তানি মিলিটারিদের অত্যাচার, দ্রব্যমূল্যের পার্থক্য, সংসার জীবনের টানাপোড়েন, ঢাকা ছেড়ে কলকাতায় পাড়ি জমানোর প্রেক্ষাপট। ওঠে এসেছে মিলিটারিদের লোলুপ দৃষ্টি, আগরতলা ষড়যন্ত্র মামলা, এগারো দফা, পূর্ব পাকিস্তানের দুরবস্থা তথা একাত্তরের মুক্তিযুদ্ধের পটভূমি।