সংক্ষিপ্ত বিবরন : রাতের আঁধারে লুকিয়ে থাকা দুনিয়াটার দিকে চেয়ে দেলেরার মনে ওঠে প্রবল ঝড়। জীবন্ত হয়ে ওঠে কতগুলো প্রশ্ন। কাল প্ৰভাতের সঙ্গে সঙ্গে রুবী ফিরে যাবে তার কর্মময় জীবনে। পল্লীর অন্ধকারে পড়ে থাকবে দেলেরা। অবহেলিত নারীর প্ৰেম কি সত্যিই তা হলে অভিশপ্ত? স্বামীর প্রতি কি নারীরই একমাত্ৰ কৰ্তব্য? নারীর উপর পুরুষের কি এতটুকু কৰ্তব্য নেই? সমাজ কি চায় নারীকেই কর্তব্যের ফাঁসে শ্বাস রূদ্ধ করতে? নারীর জন্যেই কি সৃষ্টির অবিচার, দুনিয়ার গ্লানি? প্রশ্নের পর প্রশ্ন তার ফিরে আসে প্রশ্নেরই পাষাণ প্রাচীরে আঘাত খেয়ে খেয়ে...