আল মাহমুদ
জন্ম : 11th July
— মৃত্যু : 15th February 2019
লেখকের মোট বই 35 টি
বায়োগ্রাফি: ১৮ বছর বয়সে আল মাহমুদের লেখা প্রকাশ পেতে শুরু করে। কবিতা, উপন্যাস, প্রবন্ধ ও ছোটগল্প মিলিয়ে তাঁর গ্রন্থ শতাধিক। উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ‘লোক লোকান্তর’, ‘কালের কলস’, ‘সোনালী কাবিন’, ‘মায়াবী পর্দা দুলে ওঠো’ প্রভৃতি। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদকসহ বেশ কিছু সাহিত্য পুরস্কারে ভূষিত। কালজয়ী কবি ও কথাশিল্পী আল মাহমুদের জন্ম ব্রাহ্মণবাড়ীয়া জেলার মোড়াইল গ্রামে। ২০১৯ সালে তিনি প্রয়াত হন।