রেজাউদ্দিন স্টালিন
জন্ম : 22nd November
লেখকের মোট বই 7 টি
বায়োগ্রাফি: রেজাউদ্দিন স্টালিন বাংলা সাহিত্যে আশির দশকের অগ্রগণ্য কবি হিসেবে বিবেচিত। ১৯৬২ সালে ঝিনাইদহর কালিগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে তাঁর জন্ম। শৈশবেই কবিতা লেখা শুরু করেন তিনি। ১৯৭০ সালে তাঁর প্রথম কবিতা শপথ প্রকাশিত হয় শতদল পত্রিকায়। স্টালিন রচিত প্রথম কাব্যগ্রন্থ ফিরিনি অবাধ্য আমি। তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো- আর্শীবাদ করি আমার দুঃসময়কে, আঙ্গুলের জন্য দ্বৈরথ, হিংস্র নৈশ্য ভোজ, সব জন্মে শত্রু ছিল যে প্রভৃতি। রেজাউদ্দিন স্টালিনের কবিতা ইংরেজি, হিন্দি, উর্দু, উড়িয়া, রুশ, জার্মান, চীনা, জাপানি ও ফরাসি ভাষায় অনূদিত হয়েছে। স্টালিন রচিত একমাত্র উপন্যাস ‘সম্পর্কেরা ভাঙ্গে’। বাংলা কবিতায় অবদানের জন্য তিনি ২০০৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।