রোমেনা  আফাজ

অন্ধ মনিরা

রোমেনা আফাজ

বিষয় : উপন্যাস

মূল্য : প্রিমিয়াম

4/5

সংক্ষিপ্ত বিবরন : জুলেখা ঘুমিয়ে পড়ে কিন্তু মনিরার চোখে আর ঘুম আসে না। আজ যেন সে তার যথাসর্বস্ব হারিয়ে ফেলেছে। অন্ধ হয়েও তার মনে এতো দুঃখ ছিলো না, আজ তার জীবনের সবকিছু যেন শূন্যতায় ভরে উঠেছে। জুলেখার প্রেম বন্ধনে আবদ্ধ হয়েছে তার স্বামী। মনিরা আর ভাবতে পারে না। অন্ধ হলেও তার মনের পর্দায় দেখতে পায়, বনহুর আর জুলেখা, ওরা দুজনা পাশাপাশি পথ দিয়ে এগিয়ে যাচ্ছে, উচু-নীচু পথ, বনহুর জুলেখার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে, জুলেখা হাসছে ওর হাতে হাত রেখে সন্তর্পনে চলছে। হাসছে ওরা দুজনে দুজনের দিকে তাকিয়ে! মনিরা দুই হাতে চোখ ঢেকে ফেলে কিন্তু মন থেকে তো মুছে ফেলতে পারে না। দৃশ্যের পর দৃশ্য ভেসে উঠে একটির পর একটি করে। সাঁওতাল পল্লী বনহুর আর জুলেখা বসে আছে পাশাপাশি। সম্মুখে নাচ দেখাচ্ছে ভীলবালাগণ। বনহুর আর জুলেখা দু’জন তাকাচ্ছে, হাসছে উভয়ে। মনিরা আর ভাবতে পারে না, দুই হাতে মাথা টিপে ধরে শক্ত করে।

এই লেখকের আরও বই

এ রকম আরও বই