কুয়াকাটায় কাটাকাটি
লেখক : ফরিদুর রেজা সাগর
বিষয় : উপন্যাস
মূল্য : প্রিমিয়াম
4/5
সংক্ষিপ্ত বিবরন : সকালবেলা আমরা নাশতা খেয়ে রওনা দিয়েছি কুয়াকাটার উদ্দেশে। ছোটকাকু যদিও চৌধুরী সাহেবের গাড়ি করে কুয়াকাটা যেতে রাজি হয়েছেন। কিন্তু ফাদার বেনাসকে বলে দিয়েছেন, কোনো অবস্থাতেই তিনি চৌধুরী সাহেবের বাড়িতে উঠবেন না। এর কারণ ফাদার বেনাস কয়েকবার বোঝানোর চেষ্টা করেছেন, চৌধুরী সাহেবের বাড়ি ছাড়া অতো আরামে থাকার জায়গা কুয়াকাটায় কোথাও পাবেন না। ছোটকাকু জবাবে বলেছেন, আরামের ব্যাপার নয়। পর্যটনের যে রেস্ট হাউস আছে সেখানেই তিনটা রুম থাকলে হবে। শেষ পর্যন্ত ফাদার বেনাস সেই শর্তে রাজি হয়েছেন। তবে ছোটকাকু আরও একটা শর্ত জুড়ে দিয়েছেন, আজ যে রওনা হচ্ছি আমরা কুয়াকাটা, সেটাও চৌধুরী সাহেবকে জানানো যাবে না।
সংক্ষিপ্ত বিবরন : সকালবেলা আমরা নাশতা খেয়ে রওনা দিয়েছি কুয়াকাটার উদ্দেশে। ছোটকাকু যদিও চৌধুরী সাহেবের গাড়ি করে কুয়াকাটা যেতে রাজি হয়েছেন। কিন্তু ফাদার বেনাসকে বলে দিয়েছেন, কোনো অবস্থাতেই তিনি চৌধুরী সাহেবের বাড়িতে উঠবেন না। এর কারণ ফাদার বেনাস কয়েকবার বোঝানোর চেষ্টা করেছেন, চৌধুরী সাহেবের বাড়ি ছাড়া অতো আরামে থাকার জায়গা কুয়াকাটায় কোথাও পাবেন না। ছোটকাকু জবাবে বলেছেন, আরামের ব্যাপার নয়। পর্যটনের যে রেস্ট হাউস আছে সেখানেই তিনটা রুম থাকলে হবে। শেষ পর্যন্ত ফাদার বেনাস সেই শর্তে রাজি হয়েছেন। তবে ছোটকাকু আরও একটা শর্ত জুড়ে দিয়েছেন, আজ যে রওনা হচ্ছি আমরা কুয়াকাটা, সেটাও চৌধুরী সাহেবকে জানানো যাবে না।