রাবেয়া খাতুন

পয়েন্ট অবসর

রাবেয়া খাতুন

বিষয় : গল্প

মূল্য : প্রিমিয়াম

4/5

সংক্ষিপ্ত বিবরন : টকটকে শিমুল তলায় দাঁড়িয়ে চোখ বুজে বিড়বিড় করছিল সোহেল। হাতে জ্বলন্ত সিগারেট। রানার চোখ খুঁজছে হাই রোডের গাড়ির কাতারে নীল ডাটসন। ঘাড় ঘুরিয়ে ওকে অমন অবস্থায় দেখে আলতো ধাক্কা মেরে বল্লো, ওটা কি হচ্ছেরে রাসকেল! প্রার্থনা করছি। হে গড হেল্প আস্। ইংরেজিতে প্রার্থনা? আজকাল তাই ধরেছি। ইংরেজিতে বল্লেই ঝটপট কবুল হয়ে যায়। গুলতানী রাখ। এদিকে যে ভরা ডুবির ব্যবস্থা হচ্ছে। তার জন্যই তো গড হেল্প আস্, আস্ করছি। কিন্তু কি হতে পারে ওদের? কে জানে কোনও ঝোপ ঝাড়ে কথা বলতে বসে গেছে কিনা। এ্যাকসিডেন্টও তো হতে পারে। জাহেদ যা রাশ ড্রাইভের ছেলে। উঠতি রোদ থেকে মুখ বাঁচাবার জন্য মাথায় একটু আঁচল তুলে দিতে দিতে কথাটা বল্লো মেরী। ............

এই লেখকের আরও বই

এ রকম আরও বই