কিসিঞ্জার ভূঁইয়া

যৌবনের রং

কিসিঞ্জার ভূঁইয়া

বিষয় : কবিতা

মূল্য : প্রিমিয়াম

4/5

সংক্ষিপ্ত বিবরন : কিসিঞ্জার ভূঁইয়ার ‘যৌবনের রং’ প্রকৃতি প্রেমের পাশাপাশি স্থান পেয়েছে পরিশুদ্ধ নারী-পুরুষের কামনার চিত্র, চিরায়ত নারী, ব্যক্তিগত আকাঙ্ক্ষা, স্বপ্নকাতুরতা, গ্রামীণ ও নগর জীবনের কথা। ফাগুনের আগুন শিখার মতোই কবিতাগুলোতে কবিকে পাওয়া যায় একই সাথে উদীয়মান যুবক, যৌবনের রঙে রাঙানো কিংবা কোনো কিশোরীর প্রেমিক রূপে।কবি আবেগে আপ্লুত এই দেশের রূপ দেখে! এই দেশে জন্মেছেন বলে কবি ধন্য হয়ে তাঁর কবিতার পঙ্‌ক্তিতে তুলে ধরেছেন পাহাড়ি সৌন্দর্য, সমুদ্রের ঢেউ, ভোরের পথে গণমানবের পায়ের শব্দ। বিভিন্ন উপমায় অঙ্কিত হয়েছে উড়ে যাওয়া গাঙচিল, পাল তোলা নৌকা, বিলেঝিলে জেগে থাকা কলমি, গাঁয়ের আঁকাবাঁকা মেঠো পথ, ভেসে থাকা মায়ের মুখে ফুটে উঠেছে জীবন বদলে যাওয়া উপমা।

এ রকম আরও বই