মো: রাজীউদ্দীন ভূইয়া

বাংলার বারুদ

মো: রাজীউদ্দীন ভূইয়া

বিষয় : গল্প

মূল্য : প্রিমিয়াম

4/5

সংক্ষিপ্ত বিবরন : মাটিতে মুখ থুবড়ে পরে আছে গুলতেকিন, তাকে ঘিরে করুণ সুরে গানের তালে হাঁপিত্যেসে ব্যস্ত তার সখিগণ। এরই মাঝে দেখা গেল দু’ হাত ছড়িয়ে ঘোড়া দাপিয়ে এগিয়ে আসছে বাংলার দর্শক কাপানো নায়ক রিজওয়ান রিজ। নায়িকা থেকে রিজ আর মাত্র দশ হাত দূরে। শুটিং ইউনিটের সবার মাঝে টান টান উত্তেজনা। আর একটু পরই ঘোড়া থেকে লাফিয়ে পরে কোমড় বাঁকিয়ে বাঁকিয়ে নেচে নেচে নায়িকাকে পানি খাওয়াবে রিজ। কিন্তু এ কী! হঠাৎ চার পা চারদিকে ছড়িয়ে রিজের ঘোড়া একদম জায়গায় খাড়া জায়গায় ব্রেক টাইপ করে সোজা মাটিতে গেড়ে গেলো!

এ রকম আরও বই