সংক্ষিপ্ত বিবরন : মনে মনে বিরক্তির চরমে যাচ্ছে ওয়াহিদা। তার এখন পুরো রান্নার সময়। আহাদ ফিরবে। নীমু-তীতু আসবে স্কুল থেকে। এখন কি আড্ডা দেবার সময় তার? অথচ ... তাকালো। না, কোনও লক্ষণ নেই ভদ্রমহিলার ওঠার। রং ক্যালেন্ডার ছেড়ে টেবিলের বইগুলি ঘাটাচ্ছে সে। চায়ের কথা তুলে ভাগাবার চেষ্টা করলো। হলো না। ভদ্রমহিলার জানবার কৌতূহল এবং শোনার ধৈর্য অপরিসীম। অগত্যা আত্মীয় স্বজনদের ফিরিস্তি দিতে আর সৌজন্যতার খাতিরে কিছুটা জানতে আরও আধটি ঘণ্টার মূল্যময় সময়কে গচ্চা দিতে হলো। আর সেই সময়েই মাথার মধ্যে উদয় হলো সেই শুভবুদ্ধিটুকুর।