হুমায়ূন আহমেদ

আমার ছেলেবেলা

হুমায়ূন আহমেদ

বিষয় : আত্মজীবনী

মূল্য : প্রিমিয়াম

4/5

সংক্ষিপ্ত বিবরন : আমি ঘুমিয়ে পড়েছি। বাবা মাত্র শ্মশান থেকে ফিরে হাত-মুখ ধুয়ে ঘরে বসেছেন। মা জেগে আছেন। পুরো ঘটনার আকস্মিকতায় তাঁরা দুজনই আচ্ছন্ন। হঠাৎ তাঁদের কাছে মনে হলো, কে যেন বারান্দায় হেঁটে হেঁটে আসছে। আমাদের ঘরের সামনে এসে পদশব্দ থেমে গেল। অবিকল নিশা দাদার গলায় কে যেন বলল, ‘হুমায়ূনের খোঁজে এসেছি। হুমায়ূন কি ফিরেছে?’ বাবা তৎক্ষণাৎ দরজা খুলে বের হলেন। চারদিকে ফকফকা জোছনা। কোথাও কেউ নেই! এই ঘটনার নিশ্চয়ই কোনো লৌকিক ব্যাখ্যা আছে। বাবা-মা দুজনেই ওই রাতে একটা ঘোরের মধ্যে ছিলেন। অবচেতন মনে ছিল মৃত ছেলেটি। তাঁরা এক ধরনের অডিটরি হ্যালুসিনেশনের শিকার হয়েছেন। এই তো ব্যাখ্যা। আমি নিজেও এই ব্যাখ্যাই গ্ৰহণ করেছি। তবু মাঝে মাঝে মনে হয়, অন্য ব্যাখ্যাটিই-বা খারাপ কী? একজন মৃত মানুষ আমার প্রতি গভীর ভালোবাসার কারণে ছুটে এসেছে অশরীরী জগৎ থেকে। উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করছে, ‘হুমায়ূন কি ফিরেছে?’ আমার শৈশব কেটে গেল মানুষের ভালোবাসা পেয়ে পেয়ে। কী অসীম সৌভাগ্য নিয়েই-না আমি এই পৃথিবীতে জন্মেছি!

এ রকম আরও বই