রোমেনা  আফাজ

নীল পাথর - ২

রোমেনা আফাজ

বিষয় : উপন্যাস

মূল্য : প্রিমিয়াম

4/5

সংক্ষিপ্ত বিবরন : বনহুর লক্ষ্য করে দেখলো ওপাশে গভীর গর্ত, গর্তের নিচে হিমসাগরের জলরাশি প্রচণ্ড বেগে তোলপাড় করছে। জাহাজের তলদেশে ওটা তাতে কোনো সন্দেহ নেই, বনহুর ভাল করে তাকালো, দেখলো একটা ধারালো চাকা সেখানে বনবন করে ঘুরছে। চাকাটা তীব্র আকারে ঘুরছে এবং তারই আঘাতে হিম সাগরের বরফের চাপগুলো কেটে চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে। যেন ভয়ঙ্কর একটা দানব সেখানে তোলপাড় করছে। মতিলাল বনহুরকে লক্ষ্য করে বললো, ‘যদি কোনোরকম চালাকি করো বা আমার আদেশ মতো কাজ না করে তাহলে তোমাকে ওর মধ্যে নিক্ষেপ করা হবে।’ বনহুর মুখে ভীত ভাব টেনে বললো, ‘সর্বনাশ, আমাকে আপনি হত্যা করতে চান?’ -‘চাই না, তবে প্রয়োজন হলে করবো।’ - ‘আমাকে আপনি যা আদেশ করবেন সেই মতোই কাজ করবো।’

এই লেখকের আরও বই

এ রকম আরও বই