
টেলিফোন বাজছে
লেখক : ইমদাদুল হক মিলন
বিষয় : গল্প
মূল্য : প্রিমিয়াম
রেটিং :
4/5
সংক্ষিপ্ত বিবরন : সন্ধ্যার পর এক সময় হঠাৎ করে কানের কাছে বেজে ওঠে রিনরিনে একটা শব্দ। প্রথম দূরে থেকে আসে শব্দটা তারপর ক্রমশ কাছাকাছি হয়। শুনে মাথার ভেতর টলমল করে ওঠে আমার। চমকে টেলিফোন তুলি। হ্যালো। কোনও শব্দ আসে না। আমি আবার বলি, হ্যালো। ওপাশ থেকে কোনও শব্দ আসে না। আমি চিৎকার করে বলি, হ্যালো।
সংক্ষিপ্ত বিবরন : সন্ধ্যার পর এক সময় হঠাৎ করে কানের কাছে বেজে ওঠে রিনরিনে একটা শব্দ। প্রথম দূরে থেকে আসে শব্দটা তারপর ক্রমশ কাছাকাছি হয়। শুনে মাথার ভেতর টলমল করে ওঠে আমার। চমকে টেলিফোন তুলি। হ্যালো। কোনও শব্দ আসে না। আমি আবার বলি, হ্যালো। ওপাশ থেকে কোনও শব্দ আসে না। আমি চিৎকার করে বলি, হ্যালো।







































